Surah / Chapter

Languages
Share Your Faith

Loading...

Surat al-Zilzal / al-Zalzala (The Earthquake) - ٩٩ - سورة الزلزلة

Enlarge Text
Shrink Text


Audio in Arabic


Audio in Arabic and Bangla

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا
When the earth is shaken with its (final) earthquake.
যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে,
وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا
And when the earth throws out its burdens,
যখন সে তার বোঝা বের করে দেবে।
وَقَالَ الْإِنْسَانُ مَا لَهَا
And man will say: "What is the matter with it?"
এবং মানুষ বলবে, এর কি হল ?
يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا
That Day it will declare its information (about all that happened over it of good or evil).
সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে,
بِأَنَّ رَبَّكَ أَوْحَىٰ لَهَا
Because your Lord will inspire it.
কারণ, আপনার পালনকর্তা তাকে আদেশ করবেন।
يَوْمَئِذٍ يَصْدُرُ النَّاسُ أَشْتَاتًا لِيُرَوْا أَعْمَالَهُمْ
That Day mankind will proceed in scattered groups that they may be shown their deeds.
সেদিন মানুষ বিভিন্ন দলে প্রকাশ পাবে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হয়।
فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ
So whosoever does good equal to the weight of an atom (or a small ant), shall see it.
অতঃপর কেউ অণু পরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে
وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ
And whosoever does evil equal to the weight of an atom (or a small ant), shall see it.
এবং কেউ অণু পরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে।