
Loading...
Surat al-`Adiyat (The Chargers) - ٠٠١ - سورة العاديات
Audio in Arabic
Audio in Arabic and Bangla
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ وَالْعَادِيَاتِ ضَبْحًا
By the (steeds) that run, with panting.
শপথ উর্ধ্বশ্বাসে চলমান অশ্বসমূহের,
فَالْمُورِيَاتِ قَدْحًا
Striking sparks of fire (by their hooves),
অতঃপর ক্ষুরাঘাতে অগ্নিবিচ্ছুরক অশ্বসমূহের
فَالْمُغِيرَاتِ صُبْحًا
And scouring to the raid at dawn.
অতঃপর প্রভাতকালে আক্রমণকারী অশ্বসমূহের
فَأَثَرْنَ بِهِ نَقْعًا
And raise the dust in clouds the while,
ও যারা সে সময়ে ধুলি উৎক্ষিপ্ত করে
فَوَسَطْنَ بِهِ جَمْعًا
Penetrating forthwith as one into the midst (of the foe);
অতঃপর যারা শক্রদলের অভ্যন্তরে ঢুকে পড়ে-
إِنَّ الْإِنْسَانَ لِرَبِّهِ لَكَنُودٌ
Verily, man (disbeliever) is ungrateful to his Lord;
নিশ্চয় মানুষ তার পালনকর্তার প্রতি অকৃতজ্ঞ।
وَإِنَّهُ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٌ
And to that he bears witness (by his deeds);
এবং সে অবশ্য এ বিষয়ে অবহিত
وَإِنَّهُ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيدٌ
And verily, he is violent in the love of wealth
এবং সে নিশ্চিতই ধন-সম্পদের ভালবাসায় মত্ত।
أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِي الْقُبُورِ
Knows he not that when the contents of the graves are poured forth (all mankind is resurrected)?
সে কি জানে না, যখন কবরে যা আছে, তা উত্থিত হবে
وَحُصِّلَ مَا فِي الصُّدُورِ
And that which is in the breasts (of men) is made known?
এবং অন্তরে যা আছে, তা অর্জন করা হবে?



